...
  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

SAVE 20% USE:

কিভাবে .htaccess এ কোড ইঞ্জেক্ট করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করা যায়?

কিভাবে .htaccess এ কোড ইঞ্জেক্ট করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সিকিউর করা যায়?

Protect Websites With .htaccess:

আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে রুট ডাইরেক্টরি এর ভিতরে অনেক সেনসিটিভ একটা ফাইলের নাম হল .htaccess.
আমরা অনেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করি এবং প্লাগিন নিয়ে কাজ করি কিন্তু আমাদের .htaccess ফাইলটির কথা কেউ ভাবি না অথবা অনেকেই চিনি না।

আজকে আমরা .htaccess এর মাধ্যমে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের সিকিউরিটি কিভাবে কনফার্ম করা যায় তা দেখব।

1. Configuring the .htaccess file

আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেসের দেওয়া .htaccess কোডগুলো নিচে দেওয়া হল। প্রথমে আমাদের কাজ ওয়েবসাইটের .htaccess ফাইল টি এডিট করে এই কোডগুলো বসিয়ে দেওয়া:

# BEGIN WordPress
<IfModule mod_rewrite.c>
RewriteEngine On
RewriteBase /
RewriteRule ^index\.php$ – [L]
RewriteCond %{REQUEST_FILENAME} !-f
RewriteCond %{REQUEST_FILENAME} !-d
RewriteRule . /index.php [L]
</IfModule>
# END WordPress

 

 

2. Protect .htaccess

আমাদের .htaccess ফাইলে যাতে কেউ অ্যাটাক না করতে পারে নিচের কোডগুলো বসাতে হবে:

# Protect .HTACCESS

<Files ~ “^.*\.([Hh][Tt][Aa])”>
order allow,deny
deny from all
satisfy all
</Files>


● Result : .htaccess is forbidden

 

 

3. Protect wp-config.php

আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে wp-config.php ফাইলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইনফর্মেশন স্টোর করা থাকে। তাই এই ডাটাগুলো যাদের কেউ access না করতে পারে নিচের কোডগুলো বসাতে হবে:

# WP-CONFIG BLOCK

<Files wp-config.php>
order allow,deny
deny from all
</Files>

 

 

4. No directory browsing: It will block browsing directories

আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে ডাইরেক্টরি ইনডেক্সিং যদি অফ করার না থাকে যে কেউ আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ফাইল থিম প্লাগিন সম্পর্কে ইনফরমেশন জেনে যাবে। তাই নিচের কোডগুলো বসাতে হবে :

# directory browsing block
Options All -Indexes

● Check directory indexing is blocked : https://hackertarget.com/wordpress-security-scan/

 

 

5. Disable XMLRPC.PHP

XMLRPC ডিজেবল করা না থাকলে বিভিন্ন ধরনের এসকিউএল ইনজেকশন এবং কুকি হাইজাকিং হতে পারে।

● Block WordPress xmlrpc.php requests
Check your domain.com/xmlrpc.php (Its open normally for attacks)

 

নিচের কোডগুলো ব্যবহার করে আমরা সহজেই XMLRPC ডিজেবল করে রাখতে পারি:

# Disable XMLRPC.PHP

<Files xmlrpc.php>

order deny,allow

deny from all

</Files>

6. Disable scanners on Your Website:

বিভিন্ন স্ক্যানার আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে Vulnerability যাতে বের না করতে পারে তাই ওয়েবসাইট স্ক্যানিং ডিজেবল করার জন্য নিচের কোডগুলো ব্যবহার করতে হবে:

# BEGIN block author scans

RewriteEngine On

RewriteBase /

RewriteCond %{QUERY_STRING} (author=\d+) [NC]

RewriteRule .* – [F]

# END block author scans

7. Block Suspicious IP

যদি কোন আইপি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাটাক পরিচালনা করতে চায় তাহলে আমরা নির্দিষ্ট কোনো একটি আইপি ব্লক করে দিতে পারি নিচের কোডগুলো মাধ্যমে:

# IP block

order allow, deny
deny from (IP)
allow from all

8. Individual File Protection

অনেক সময় আমার নির্দিষ্ট কোন ফাইলের এক্সপ্রেস বন্ধ করার জন্য নিচের কোডগুলো ব্যবহার করতে পারি:

# Protect the .htaccess
<files .htaccess=””>
order allow,deny
deny from all
</files>

9. wp-content Access Prevention

ওয়ার্ডপ্রেসের wp-content ডাইরেক্টরি অনেক গুরুত্বপূর্ণ। কেউ যাতে কোন ম্যালিশিয়াস কনটেন্ট আমাদের wp-content ডিরেক্টরি তে না ঢোকাতে পারে তাই আমার নিচের কোডগুলো ব্যবহার করতে পারি:

> create a new .htaccess file in wp-content directory & put the code there

 

 

# wp-content access deny

Order deny,allow
Deny from all
<Files ~ “.(xml|css|jpe?g|png|gif|js)$”>
Allow from all
</Files>

 

10. Uploads Directory Access Blocking

আমাদের আপলোড ফোল্ডারে কেউ যাতে কোনো ধরনের ফাইল ইনজেকশন অথবা টেম্পারিং না করতে পারে তাই আমরা নিচের কোডগুলো ব্যবহার করতে পারি:

Disable PHP and Other Files Upload on (wp-content/uploads) folder:
> create a new .htaccess file in wp-content/uploads directory & put the codes there:

# uploads directory access deny

<Files *.php>
deny from all
</Files>
# Block executables
<FilesMatch “\.(php|phtml|php3|php4|php5|pl|py|jsp|asp|html|htm|shtml|sh|cgi|suspected)$”>
deny from all
</FilesMatch>

 


.HTACCESS এ এই সমস্ত কোডগুলো Injection এর মাধ্যমে আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের VULNERABILITY দূর করতে পারি।

 

Read more blogs on wordpress security from here.

Thanks
Minhazul Asif

Share the Post:

Related Posts