...
IP ব্লাকলিস্ট কি? IP ব্লাকলিস্ট কি কি ধরনের হয়ে থাকে? IP কেন ব্ল্যাকলিস্ট হয়? IP ব্লাকলিস্ট CHECK & REMOVAL PROCESS

IP ব্লাকলিস্ট কি? IP ব্লাকলিস্ট কি কি ধরনের হয়ে থাকে? IP কেন ব্ল্যাকলিস্ট হয়? IP ব্লাকলিস্ট CHECK & REMOVAL PROCESS

IP ব্লাকলিস্ট কি?

 

বিভিন্ন ধরনের Malicious স্ক্রিপ্ট এর কারণে ওয়েবসাইটে যখন বিভিন্ন ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়ে, অথবা ওয়েবসাইটে স্প্যামিংয়ের কারণে আমাদের ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস থাকে তা বিভিন্ন ধরনের এন্টিভাইরাস কোম্পানিগুলো, IP Blacklist অথরিটি এবং গুগোল ব্ল্যাকলিস্ট করে দেয়। সে ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডোমেইন এড্রেস অথবা আইপি অ্যাড্রেস দিয়ে কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেনা অথবা ভিজিট করতে গেলেও ওয়েবসাইটটি “Not Secure” দেখায়। একেই আইপি ব্লাকলিস্ট বলা হয়।

 

IP ব্লাকলিস্ট কি কি ধরনের হয়ে থাকে ?

 

● Email-based blocklists

● Domain Name System/DNS-based blocklists

● Phishing-based blocklists

● Malware-based blocklists

 

 

আইপি কেন ব্ল্যাকলিস্ট হয়?


● ইমেল যাদেরকে পাঠানো হয় তারা যদি স্প্যাম হিসাবে চিহ্নিত করে৷

● স্প্যাম উদ্দেশ্যমূলকভাবে পাঠানো হয়, অথবা যদি বাল আকারে অনেক ইমেইল একসাথে সেন্ড করা হয়৷

● একটি ডোমেন যদি হ্যাক হয় এবং বেআইনি কার্যকলাপ সম্পাদন করে৷

● ওয়েবসাইটে যদি ম্যালওয়ার ইনজেক্ট করা হয় এবং তা দ্বারা যদি কোনো অপব্যবহার/Malicious Activity করা হয়৷

● ওয়েবসাইটে যদি সন্দেহজনক কোন সফটওয়্যার চলে৷

● IP Address যদি একটি সন্দেহজনক ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে৷

 

● IP ব্লাকলিস্ট CHECK

 

https://mxtoolbox.com/blacklists.aspx

 

 

● McAfee BLACKLIST CHECK:

 

https://sitelookup.mcafee.com/

 

 

● Sucuri BLACKLIST CHECK:

 

https://sitecheck.sucuri.net/

 

 

● Spamhaus IP BLACKLIST CHECK:

 

https://check.spamhaus.org/

 

 

● Multirbl BLACKLIST CHECK:

 

https://multirbl.valli.org/

 

 

● WhatismyipAddress BLACKLIST CHECK:

 

https://whatismyipaddress.com/blacklist-check

 

 

IP ব্লাকলিস্ট কিভাবে রিমুভ করতে হবে?

 


● mxtoolbox.com, sitecheck.sucuri.net, check.spamhaus.org, multirbl.valli.org, whatismyipaddress.com/blacklist-check এসব সাইটের মাধ্যমে আমরা জানতে পারব কোন কোম্পানি আমাদের আইপি ব্লাকলিস্ট করেছে।

● সেই কোম্পানির সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারব আমাদের আইপি ব্লক লিস্ট হওয়ার কারণ কি কি?

● আইপি ব্লক লিস্ট হওয়ার কারণ গুলো জানতে পারার পর আমাদের সেই সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। সমস্যাগুলো হতে পারে ইমেইল ব্ল্যাকলিস্ট, ওয়েবসাইট এ Malware অ্যাটাক।

● সমস্যাগুলো সমাধানের পর সেই কোম্পানির কাছে IP ব্ল্যাকলিস্ট রিমুভাল রিকোয়েস্ট করতে হবে।

 

 

Read more blogs on thical hacking from here.

Thanks
Minhazul Asif

Share the Post:

Related Posts