Unlock your Linkedin Mastery skills with Linkedin Mastery course of CodemanBD. Learn and master the latest tools and technologies to generate clients from Linkedin. Expert instructors of CodemanBD guide students so that they can be successful in Fiverr and Upwork marketplaces. Besides, Fiverr crash and Upwork crash programs are included in this course for making all the students capable to complete freelance projects. Enroll now to take your career to the next level with the best freelancing institute in Bangladesh.
একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের কাজের ক্ষেত্র ও চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বের ছোটো-বড় অধিকাংশ কোম্পানিরই নিজেদের একটি ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটগুলো বানানোর জন্য প্রয়োজন হয় একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এছাড়াও অনেক এজেন্সী এর প্রতিনিয়ত ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর জন্য একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের প্রয়োজন হয়।
দিন দিন ওয়েব ডেভেলপারদের চাহিদা বেড়েই চলেছে। বিশেষ করে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশী পারিশ্রমিকে তাদের জবে হায়ার করছেন কোম্পানিগুলো। এছাড়াও একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের রিমোট জব এর ক্ষেত্রে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও দেশের জব সেক্টর ও একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের চাহিদা অনন্য।
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি ওয়েব এর একটি কমপ্লিট কোর্স। একটি ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে এর ডাটাবেজ ম্যানেজমেন্ট, রেসপন্সিভ করা, সব কিছুই শেখানো হয় এই কোর্স। ফ্রন্ট এন্ড অংশে শেখানো হয় এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভা স্ক্রিপ্ট, জেকুয়েরি, AJAX, Tailwind css ব্যাক এন্ড অংশে থাকবে পিএইচপি, ওওপি এবং মাইএসকিউএল ডাটাবেস। এছাড়াও থাকছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন।
5,000 TK 10,000 TK
আমি আরিফুল ইসলাম, পেশায় একজন ডিজাইনার এবং মার্কেটার।
5,000 TK 10,000 TK