কোর্স পরিচিতি:
UI ডিজাইনের টুল গুলোর মধ্যে ফিগমা অন্যতম এবং বর্তমানে বেশ চাহিদা সম্পন্ন একটি স্কিল। আপনি Figma শুধুমাত্র ডিজাইনের জন্য নয়, প্রোটোটাইপ ইন্টারঅ্যাকশন, অ্যানিমেট ট্রানজিশন, একাধিক আর্ট-বোর্ড অ্যাড করতে, টাইমলাইন-ভিত্তিক অ্যানিমেশন সহ ভেক্টর অ্যানিমেট করতে, Execution এর পর লাইভ প্রিভিউ অ্যাড করতে, Comment ফীচার অ্যাড করতে ব্যবহার করতে পারেন। এছাড়াও Figma কোলাবোরেশন এর মাধ্যমে মাল্টিপল ডিজাইনার একই সাথে কাজ করতে পারে যা Figma কে অনন্য করে তুলেছে।
WebFlow হল একটি (CMS) অ্যাপ্লিকেশন যা ডিজাইনারদের ব্রাউজার-ভিত্তিক ভিজ্যুয়াল এডিটিং সফ্টওয়্যার দিয়ে Interactive ওয়েবসাইট তৈরি করতে দেয়। WebFlow এর drag-and-drop ফিচার এর মাধ্যমে যে কোনো ধরনের ভিজুয়াল ডিজাইন আমরা তৈরি করতে পারি এবং ডিজাইনাররা এই সরঞ্জামটি ব্যবহার করার সময়, WebFlow স্বয়ংক্রিয়ভাবে HTML, CSS & JavaScript তৈরি করে।
বর্তমান সময়ে Figma এবং WebFlow সবচেয়ে জনপ্রিয় দুটি স্কিল। সবচেয়ে বড় কথা হলো মার্কেটপ্লেসে এই দুটি স্কিলের যথেষ্ট ডিমান্ড থাকলেও পর্যাপ্ত পরিমাণ স্কিলড ফ্রিল্যান্সার নেই। তাই যে কেউ এ দুটি স্কিল রপ্ত করে সহজে মার্কেটপ্লেসে সফল হতে পারবেন।
এই কোর্সের মাধ্যমে মার্কেট ডিমান্ডেড কনটেন্টগুলো আমরা জানতে পারব এবং আমাদের মাধ্যমে সাপোর্ট নিয়ে স্টুডেন্টরা মার্কেটপ্লেসে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং প্রজেক্ট রিলেটেড যেকোন সমস্যার সমাধান করার মাধ্যমে নিজেদের সাকসেসফুল করতে পারবে সহজে এবং মাত্র ৩ মাস এ।
মার্কেট ডিমান্ড এবং ক্লায়েন্ট ডিমান্ড এর উপর ভিত্তি করে আমরা ৩৪ টি ক্লাসে পুরো কোর্সটি সম্পন্ন করব (স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রীল্যান্কিং মার্কেটপ্লেস সহ) পুরো কোর্স এ থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও এবং ২৪ ঘন্টা সাপোর্ট।
সাপোর্ট মেম্বারদের আন্তরিকতায় আশা করি আমাদের সবগুলো স্টুডেন্টকে সাকসেসফুল করতে পারব এই কোর্সের মাধ্যমে।
CodemanBD
295/JHA/8-B Sikder Real Estate, Tali Office Road, Rayer Bazar, Dhaka 1209, Bangladesh.
© Copyright 2023 CodemanBD | All right reserved. Designed & Developed By WebBattalion.co