...
  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

SAVE 20% USE:

klaviyo email marketing

Klaviyo ইমেল মার্কেটিং ও অটোমেশন ফিচার্স

Klaviyo স্মার্ট মার্কেটিংয়ের জন্য একটি জনপ্রিয় ও শক্তিশালী প্ল্যাটফর্ম।
বর্তমানে ই-কমার্স ব্যবসার জন্য ইমেইল এবং এসএমএস মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। Klaviyo একটি জনপ্রিয় মার্কেটিং অটোমেশন টুল, যা বিশেষ করে Shopify ও WooCommerce ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর। নিচে Klaviyo’র কিছু অসাধারণ ফিচার তুলে ধরা হলো।

 

১. ইমেইল অটোমেশন

Klaviyo তে সহজেই ফ্লো তৈরি করা যায়, যেমন:

– ওয়েলকাম ইমেইল
– অ্যাবানডনড কার্ট রিমাইন্ডার
– প্রোডাক্ট রিকমেন্ডেশন

 

২. স্মার্ট সেগমেন্টেশন

আপনার সাবস্ক্রাইবারদের বিভিন্ন গ্রুপে ভাগ করে টার্গেটেড ক্যাম্পেইন চালানো যায়। যেমন: যারা গত ৩০ দিনে কিছু কিনেছে কিংবা যাদের ঝুঁকি আছে আনসাবস্ক্রাইব করার।

 

৩. ইন-ডেপথ অ্যানালিটিক্স

কোন ইমেইল কতটা ওপেন হয়েছে, কতজন ক্লিক করেছে, কতজন কিনেছে, সব ডিটেইল রিপোর্ট পেয়ে যাবেন রিয়েল টাইমে।

 

৪. এসএমএস মার্কেটিং

ইমেইলের পাশাপাশি Klaviyo থেকে এসএমএস ক্যাম্পেইনও চালানো যায়, একদম একই ইন্টারফেসে। মানে ইমেল ও এসএমএস ক্যাম্পেইন একসাথে চালাতে পারবেন।

 

৫. ই-কমার্স ইন্টিগ্রেশন

Shopify, WooCommerce, BigCommerce, Magento – সব বড় ই-কমার্স প্ল্যাটফর্মেই Klaviyo স্মুথলি ইন্টিগ্রেটেড। abandoned কার্ট অটোমেশন, কাস্টমার অর্ডার করলে থ্যাংক ইউ ইমেল, রিফান্ড ইমেল সহজেই অটোমেশন আকারে সাজিয়ে ই-কমার্স প্লাটফর্ম গুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারবেন।

Share the Post:

Related Posts