Course Rating: (5.0)
Course Duration: 65h
৳ 12,000
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও সাইবার সিকিউরিটি এর প্রয়োজনীয়তা প্রতিটি সেক্টরে দিন দিন বাড়ছে। তাই আমাদের বিভিন্ন ধরনের হ্যাকিং মেথড গুলো অবশ্যই জানা দরকার এর পাশাপাশি এর প্রতিকার গুলো ও অবশ্যই জানা দরকার। তাই কোর্সটিতে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিং মেথড দেখব পাশাপাশি এই সমস্ত হ্যাকিং থেকে কিভাবে নিজেদের নিরাপদ রাখা যায় তা জানব। কোর্সটি একদম বিগেনারদের জন্য সাজানো হয়েছে, অর্থাৎ আগে থেকে কোনরকম হ্যাকিং অথবা কোডিং KNOWLEDGE ছাড়াই যে কেউ কোর্সটি করতে পারবে। কোর্সটিতে LINUX, KALI LINUX, WINDOWS, ANDROID, NETWORK, WIFI, EMAIL, FACEBOOK, INSTAGRAM LINKEDIN, TWITTER হ্যাকিং এর বিভিন্ন ধরনের মেথড দেখানো হয়েছে।
এছাড়াও এই কোর্সটি করার পর যাতে আমাদের স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারে তাই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও নেটওয়ার্ক পেনিট্রেশন এবং সিকিউরিটি নিয়ে বিশদ আলোচনা রয়েছে। এছাড়াও যেকোন ওয়েব সাইট অথবা সিস্টেমে MALWARE স্ক্যান করা, MALWARE ইনজেকশন হলে তা কিভাবে ম্যানুয়ালি এবং টুলের মাধ্যমে বের করতে হবে তাও দেখানো হয়েছে। হ্যাক হওয়া ওয়েবসাইট কিভাবে পুনরুদ্ধার করে MALWARE রিমুভ করতে হবে তাও দেখানো হবে।
এছাড়া সিস্টেম/ নেটওয়ার্ক এর বিভিন্ন VULNERABILITY স্ক্যান করা এবং তা প্রটেক্ট করাও দেখানো হবে। স্কিল ডেভেলপমেন্ট এর পর ফাইবার এবং আপওয়ার্কে ক্র্যাশ প্রোগ্রাম এই কোর্সটি সাথে অন্তর্ভুক্ত রয়েছে যাতে স্টুডেন্টরা তাদের অর্জিত স্কিল দিয়ে সহজেই মার্কেটপ্লেসগুলোতে সাফল্য পেতে পারে। এক্ষেত্রে আমাদের এক্সপার্ট সাপোর্ট টিম লাইফটাইম ২৪ ঘন্টা রোস্টার করে সাপোর্ট দিবে যা আমাদের অনন্য একটি ফিচার।
এছাড়াও এই কোর্সটি করার মাধ্যমে যে কেউ দেশ এবং দেশের বাইরে যে কোন সাইবার সিকিউরিটি কোম্পানি জব করতে পারবে।
কোর্সটি চলাকালীন সময়ে আমাদের মেন্টররা ৬৫ টি লাইভ ক্লাস নিবেন এবং প্রতিটি ক্লাস শেষে স্পেশল সেশন থাকবে। এছাড়াও প্রতিটি ক্লাশ শেষে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট থাকবে যার মাধ্যমে স্টুডেন্টরা বিভিন্ন WEB SERVER এবং নেটওয়ার্কের অ্যাটাক নিয়ে বিশদভাবে জানতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাইভেট টুল, প্রিমিয়াম রিসোর্স, EBOOK, লাইফটাইম আপডেটেড রিসোর্স এই কোর্সের সাথে দেওয়া হবে।
কোর্সটিতে যেহেতু বিভিন্ন ধরনের অ্যাডভান্সড হ্যাকিং মেথড লাইভ ক্লাসে দেখানো হবে, তাই কোন স্টুডেন্ট যদি এটির অপব্যবহার করে অথবা অন্য কারও ক্ষতি করে এজন্য মেন্টর অথবা কোডম্যান বিডি দায়ী থাকবে না।
➤ ইনিশিয়াল ল্যাব সেটআপ তৈরি করা এবং অনোনিমাসলি বিভিন্ন হ্যাকিং মেথড প্র্যাকটিস করা।
➤ ক্রিপ্টোগ্রাফি, স্টেনোগ্রাফি, এনক্রিপশন এবং হ্যাস এর মাধ্যমে তথ্য গোপন করে অন্য কারো সাথে যোগাযোগ করা এবং গোপন তথ্য বের করা।
➤ যেকারো ইনফর্মেশন গেদার করা এবং বিভিন্ন Open source intelligence (OSINT) টুলস নিয়ে বিশদ আলোচনা।
➤ SQL INJECTION এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের ডেটাবেজ হ্যাক করা।
➤ WEB SHELL দিয়ে কিভাবে যে কোন ওয়েবসাইটে অ্যাটাক করে DEFACE পেজ আপলোড করা।
➤ বিভিন্ন DDOS ATTACK টুল ব্যবহার করে যে কোন ওয়েবসাইটকে ডাউন করে ফেলা অথবা ব্যান্ডউইথ নষ্ট করে ফেলা।
➤ KEYLOGGER এর মাধ্যমে যে কোন নেটওয়ার্ক, সিস্টেম, অপারেটিং সিস্টেম এর গুরুত্বপূর্ণ ইনফর্মেশন চুরি করা।
➤ RAT/BACKDOOR এর মাধ্যমে যে কোন কম্পিউটার/ সিস্টেমের/মোবাইলের এক্সেস নিয়ে বিভিন্ন ফাইল এর ক্ষতি করা অথবা মনিটর করা।
➤ PASSWORD CRACKING এর মাধ্যমে বিভিন্ন ধরনের পাসওয়ার্ডের ফর্মেশন তৈরি করা এবং বিভিন্ন টুল দিয়ে যেকোনো অনলাইন বা অফলাইনে ফাইল এর পাসওয়ার্ড ক্র্যাক করা।
➤ BRUTEFORCE ATTACK এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের এবং সোশ্যাল মিডিয়া একাউন্টের ইউজার ইনফর্মেশন এবং পাসওয়ার্ড হ্যাক করা।
➤ ANDROID KEYLOGGER দিয়ে যে কারো মোবাইলের এক্সেস নেওয়া এবং সে মোবাইলে কি করছে তা মনিটর করা।
➤ DEEP & DARK WEB এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশদ আলোচনা।
➤ WIFI HACKING এর জনপ্রিয় কিছু কৌশল।
➤ GOOGLE DORK এবং এডমিন প্যানেল বাইপাস করা।
➤ PHISHING এবং SOCIAL ENGINEERING এর মাধ্যমে যেকারো সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোর ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করা।
➤ CROSS SITE REQUEST FORGERY (CSRF) VULNERABILITY নিয়ে বিশদ আলোচনা।
➤ EMAIL BOMBING & SPOOFING করে কিভাবে যেকোনো ইমেইল একাউন্টে SPOOF করা যায়।
➤ CROSS SITE SCRIPTING (XSS) VULNERABILITY নিয়ে বিশদ আলোচনা।
➤ LOCAL FILE INCLUSION (LFI) VULNERABILITY নিয়ে বিশদ আলোচনা।
➤ ফাইল আপলোড VULNERABILITY & এবং ডাটা টেম্পারিং এর মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইটের এক্সেস নেওয়া যায়।
➤ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকিং করার পদ্ধতি এবং পেনেট্রেশন টেস্টিং।
➤ ওয়েবসাইট এবং নেটওয়ার্ক স্ক্যানিং, ম্যালওয়ার এনালাইসিস এন্ড ডিটেকশন।
➤ ওয়েবসাইট এর ম্যালওয়ার রিমুভাল এবং হ্যাক হওয়া ওয়েবসাইট পুনরুদ্ধার করা।
➤ WEB SPAMMING & SEO SPAMMING হওয়া ওয়েবসাইটকে কিভাবে পুনরুদ্ধার করতে হয়।
➤ কমপ্লিট ওয়েবসাইট এবং নেটওয়ার্ক সিকিউরিটি।
➤ ফাইভার একাউন্ট ওপেন করে প্রোফাইল সাজানো থেকে শুরু করে, গিগ ওপেন করার ট্রিকস, গিগ এর জন্য কীওয়ার্ড রিসার্চ করা, গিগ rank করার ট্রিকস।
➤ গিগ মার্কেটিং, গিগ ফেভারিট, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, ব্লগ পোস্ট, গেস্ট পোস্টিং করে ক্লায়েন্ট আনার কৌশল । সোশ্যাল মিডিয়া যেমন টুইটার,লিঙ্কেডিন, ফেইসবুক, পিন্টারেস্ট, ব্লগার, মিডিয়াম, রেড্ডিট, স্লাইড শেয়ার, ওয়েবসাইট এ ব্লগ পোস্ট করে গিগ মার্কেটিং ও বিড করে ফাইভার এ কাজ আনার কৌশল।
➤ ফাইভার টেস্ট আনসার্স দেয়া হয় যে টেস্ট দিয়ে ফাইভার এর স্কিল কে ভেরিফাই করা, ফাইভার লার্ন কোর্স শেষ করা (আনসার্স আমরা দিয়ে দিবো)
➤ ফাইভার এ কাজ পাওয়ার জন্য আর একটিভ থাকার জন্য ফাইভার ফোরাম এ একটিভ থাকা এবং ফোরাম এর হিডেন এলগোরিদম জানা, ফাইভার ব্লগস, ফাইভার এর গিগ এক্টিভনেস চেক করা । ফাইভার এর মোবাইল app, ক্লায়েন্ট এর সাথে দ্রুত কমিউনিকেশন আর ফাইভার এ একটিভ থাকার টুলস ।
➤ ফাইভার এর ক্লায়েন্ট কমিউনিকেশন ট্রিকস, নেগোশিয়েশন, বাজেটিং, কুইক রিপ্লায় সেট আপ করা, অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ডেলিভারি করা আর ৫ ষ্টার রেটিং পাওয়ার কৌশল, লেট ডেলিভারি ম্যানেজমেন্ট, ফাইভার TOS
➤ ফাইভার এ ক্লায়েন্ট এর সাথে ঝামেলা হলে রিসোলিউশন সেন্টার থেকে সাপোর্ট পাওয়ার কৌশল, এছাড়াও ফাইভার সাপোর্ট সেন্টার থেকে দ্রুত সাপোর্ট পাওয়ার নিয়ম। ফাইভার ID ভেরিফিকেশন লাইভ প্রসেস ।
➤ ফাইভার এ বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় এবং কৌশল, এছাড়াও ফিভারের এ গিগ এর ইম্প্রেশন বাড়ানো এবং এ দ্রুত সাকসেস পাওয়ার অনেক কৌশল থাকছেই ।
➤ পায়নীর একাউন্ট ওপেন করে, ফাইভার এর সাথে লিংক করে ফাইভার এ উপার্জনকৃত ডলার পায়নীর এ নেয়া এবং পায়নীর এর ডলার ব্যাঙ্ক এ উইথড্র করার নিয়ম লাইভ দেখানো হবে ।
➤ এছাড়াও ফাইভার ক্র্যাশ চলাকালীন সময় আমাদের সাপোর্ট পেজ থেকে ২৪ ঘন্টা সব স্টুডেন্ট দের ক্লায়েন্ট কমিউনিকেশন করে দেয়া হবে। কাজ নিয়ে দেয়া হবে । কাজ করতে সমস্যা হলে কিভাবে করতে হবে তা দেখেয়ে দেয়া হবে । এছাড়াও আমাদের সাপোর্ট গ্রুপ এ পোস্ট করে এক্সপার্ট ফ্রীলান্সার দের সাজেশন পাওয়া যাবে । এবং নিদ্রিষ্ট সময় পার হলে আমাদের এলিট ফ্রীলান্সার গ্রুপ এ জয়েন করিয়ে দেয়া হবে যেখানে সব এক্সপার্ট রা এক্সপার্ট দের হেল্প করে ।
➤ আপওয়ার্ক ক্র্যাশ প্রোগ্রাম এ ৪ টা মার্কেটপ্লেস দেখানো হবে । আপওয়ার্ক, freelancer.com, PeoplePerHour, Indeed.
➤ আপওয়ার্ক এ একাউন্ট ওপেন করে বাংলাদেশ থেকে অপ্প্রভ করা, ৩ টা স্পেশালিজেড প্রোফাইল সাজানো, স্কিল & ক্যাটাগরি সেট আপ করা, প্রপোসাল/কভার লেটার সাজানো আর অ্যাওয়ার্ড উইনিং bidding কৌশল / ভিডিও bidding দেখানো হবে । এছাড়াও পোর্টফোলিও আপলোড করা। প্রজেক্ট ওপেন করে কিভাবে বিড ছাড়া অটোমেটিক্যালি ক্লায়েন্ট পাওয়া যায় তাও দেখানো হবে । এছাড়াও ক্লায়েন্ট এর ইন্টারভিউ দেয়া, ক্লায়েন্ট কমিউনিকেশন, নেগোশিয়েশন, বাজেটিং, ক্লায়েন্ট এর অফার একসেপ্ট করা, hourly প্রজেক্ট এ টাইম ট্র্যাক করা, ফিক্সড প্রজেক্ট এ মাইলস্টোন ডেলিভারি করা, কাজ খারাপ হলে ক্লায়েন্ট কে রিফান্ড করা, ক্লায়েন্ট থেকে ৫ ষ্টার পাওয়ার কৌশল দেখানো হবে ।
➤ Freelancer.com এ একাউন্ট ওপেন করে প্রোফাইল সাজানো, পোর্টফোলিও সাজানো, বিলিং প্রোফাইল সাজানো, কনটেস্ট উইন করার কৌশল, bidding কৌশল দেখানো হবে ।
➤ PeoplePerHour এ একাউন্ট সাজানো, hourly ওপেন করে ক্লায়েন্ট পাওয়া আর hourly র্যাংক করানোর কৌশল, প্রজেক্ট এ বিড করা, ক্লায়েন্ট কমিউনিকেশন দেখানো হবে ।
➤ Indeed জব মার্কেটপ্লেস থেকে কিভাবে কাজ খুঁজে বড় ক্লায়েন্ট দের খুঁজে বের করে তাদের ওয়েবসাইট থেকে কাজ এ এপলাই করা যায় তা দেখানো হবে ।
➤ পায়নীর একাউন্ট ওপেন করে, সব গুলো মার্কেটপ্লেস কে এক পায়নীর একাউন্ট এর সাথে লিংক করে মার্কেটপ্লেস এ উপার্জনকৃত ডলার পায়নীর এ নেয়া এবং পায়নীর এর ডলার ব্যাঙ্ক এ উইথড্র করার নিয়ম লাইভ দেখানো হবে ।
মিনহাজুল আসিফ, কোডম্যানবিডি এর প্রতিষ্টাতা। গত ১০ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর এ আপওয়ারর্ক, ফাইভার এবং পিপল পার আওয়ার এ ফ্রীলান্সিং করে মাসে ২৫০০ থেকে ৩০০০ ডলার ইনকাম করছেন।
তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করছেন ও ওয়েব ব্যাটেলিয়ন এজেন্সী পরিচালনা করছেন।
এই পর্যন্ত তিনি ফ্রীলান্সিং করে ১০০,০০০+ ডলার ইনকাম করেছেন, ১২৫ টি দেশের ১০০০+ ক্লায়েন্ট এর ১২০০+ টি প্রোজেক্ট কমপ্লিট করেন। এই পর্যন্ত তিনি ১০,০০০+ স্টুডেন্টস কে ট্রেনিং দিয়েছেন এবং তারা মার্কেটপ্লেস এ ১০ মিলিয়ন ডলার এর উপর ইনকাম করেছে।
সানিন আহমেদ সিফাত গত ৩ বছর ধরে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এবং তিনি বর্তমানে আপওয়ার্কে ইথিক্যাল হ্যাকিং এর উপর টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ১২ হাজার ডলারের উপরে ইনকাম করেছেন।
Curriculum
● What is Ethical Hacking And Types Of Hackers?
● Ethical Hacking Career Opportunity
● Freelancing Sectors of Ethical Hacking
● Why Do We Have To Learn Ethical Hacking?
● What is Virtual Machine?
● Virtual Machine Install And Setup
● What is Kali Linux And How to Setup On Virtual Machine
● Kali Linux Basic Commands
● What is Metasploitable Machine And How to Setup On Virtual Machine
● What is Hackbar And Hackbar Setup
● Installing Windows 10 On Virtual Machine
● Stay anonymous while using kali linux(whoami Tool/ Tor Browser)
● Cryptography, Encryption, Decryption, Cipher text, Signed message
● Kind of Hashes, Generate And Identify Hash
● Steganography & Image Steganography & Tools
● Sending secret messages
● What is Website?
● What is Domain & Web server?
● What is Website Hacking?
● How to Hack Websites?
● IP Address
● Web Server Ports, Web Status Codes
● What is Information Gathering? What is OSINT?
● Overview Information Gathering Tools
● Discovering Information Of Targeted Person Like Email, Number, FB, Twitter, LinkedIn
● Email Tracking Tool
● Social Media Tracking Tool
● What is Google docker? Phone number tracing
● Server Information Gathering
● Discovering Domain Information And Finding Subdomains
● Ethical Hacking OSINT Tool for data mining
● Methods Of Website Hacking
● What is GET and POST Request?
● Intercepting Request, Proxy And BurpSuite Overview
● Bruteforce/ Dictionary Attack – Sniper & Cluster Bomb Attack
● What is Password Cracking
● Creating Cracking Password List
● Brute Force/Dictionary Attack
● Password Cracking/ Attacking Tools
● How to stay safe from password cracking?
● Google Dorking
● Basic Login Page SQL Injection And Bypass Admin Panel
● What is website cookies
● How to use cookies & Hijack Session
● Session Hijacking with No redirect login Bypass By Hackbar
● What is DoS/DDoS Attack?
● How Do Hackers Perform DoS/DDoS Attacks
● DoS/DDoS Tools
● How To Protect Any System/ Website/ Web Server From DoS/DDoS
● Black Hat DDoS Tools
● File Upload Vulnerabilities
● Data Changing/Tampering
● Data Changing/Tampering
● Manual SQL Injection
● WAF Bypass
● Data Dumping From Database
● What is Phishing?
● What is Social Engineering?
● How do Hackers Perform Phishing/ Cloning?
● Real-Time Location Tracking Through Social Engineering
● How to Detect And Protect Yourself From Phishing
● What is Local File Inclusion(LFI) Vulnerability
● Dorking of LFI
● All methods of Local File Inclusion(LFI) Vulnerability
● What is a Keylogger?
● How to use various keyloggers
● How to Bind Keylogger And Do Parental Control of Children
● How Protect yourself Against Keylogger
● What is Cross Site Scripting(XSS) Vulnerability
● Kinds of XSS
● Dorking of XSS
● All Method of Cross Site Scripting(XSS) Vulnerability
● Website Cookies Analysis
● What RAT/Backdoors
● Metasploit
● How to Create RAT/Backdoors
● How Hacker Access Any System Using RAT/Backdoors
● How to Remove RAT/Backdoors
● How to Protect Against RAT/Backdoors
● What CSRF
● Dorking of Cross Site Request Forgery(CSRF)
● Different CSRF Methods
● Cross Site Request Forgery(CSRF) Vulnerability
● What is web Shell? Creating Shells
● Dorking of Uploading Shells
● Web Shell attack types and popular web shells
● Shell Upload And Access Server Files
● Protection against Web Shell attack
● Web Defacement & How hackers do it?
● How to Protect site from web defacement
● Attack Points On WP
● Admin Access
● Hackers Target & other online tool
● WP Scan Tool
● Penetration Testing
● Acunetix, SQLmap , Nikto
● ZED Attack
● NMAP Port Scanning
● Live Website Hacking And Practical Concept
● Penetration Report Writing
● What is Malware?
● How to Create Malware?
● Read And Identify Malware Codes
● How to Detect Hacked Website Instantly
● How to Clean Malware From Hacked Website
● What is Redirect Malware?
● Practical Redirect Malware Pushing And Removal Process
● How to Remove Malicious Codes/Malware From Database
● How to Remove Malware from any website
● What is Web Blacklist And Types Of Blacklist?
● How to Remove Different Types Of Blacklist?
● What is IP Blacklist?
● IP De-listing Methods
● What is Web Spamming And The Reason Behind It
● What is SEO Spam And Types Of SEO Spams
● SEO Spam Removal Methods And Secret SEO Spam Tool, Sitemap Updating
● How to Secure Website From Hackers
● How to protect website against OWASP top 10 vulnerabilities
● Premium Tools for website security
● How to set up firewall rules & IP Blacklist
● How to protect & hide admin panel / backend
● How to set up HTTP Headers security
● How to protect XML RPC and Robots.txt
● How to Secure Cpanel
● How to secure & hide phpmyadmin
● How to set up white list IP on server
● Database Using Various Methods And Anti-Viruses
● Wifi Hacking Live
● Evil Twin Attack
● Wifi Security
● Android Hacking Concept
● How to Hack Android Device
● How to binned RAT inside of Android Apps
● How to Remove Android Backdoors And Get Protection
● Surface, Deep & Dark Web
● Tails Operating System
● Tor Browser
● Dark web website and onion links
● Search engines for dark webs like Excavator, Grams & Torch & DuckduckGO
● The Hidden Wikis/ Tons of onion links of dark web
● Cryptocurrency & Blockchain technologies
● Crypto Mining & Mining Rigs
● Threats & How to serf safely in dark websites
● Dark web communications using Protonmail
● Account Cracking Concept and Premium Cracking Tools [BlackHat Part]
● Facebook ID Recovery And Facebook ID Protection Process
● What is an Email header
● How to Analyze Email Headers
● What is Email Spoofing
● Identify Spoof Emails
● Protection Against Email Spoofing
● What is Mail Bombing?
● How do Hacker Perform Mail Bombing?
● How to Protect Against Mail Bombing ?
● Network Hacking
● Methods of Network Hacking
৳ 12,000