...
  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

SAVE 20% USE:

WPForms Vs Elementor Forms

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফর্ম তৈরি করা এখন খুব সহজ, কিন্তু কোন ফর্ম বিল্ডারটি আপনার জন্য সেরা? চলুন দেখে নেই WPForms ও Elementor Forms এর প্রধান ফিচারগুলো:

WPForms এর ফিচারসমূহ

  • ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার: কোড ছাড়া খুব সহজে ফর্ম তৈরি করা যায়
  • প্রি-বিল্ট টেমপ্লেট: কনট্যাক্ট ফর্ম, সার্ভে, অর্ডার ফর্ম সহ শতাধিক রেডি টেমপ্লেট রয়েছে
  • ইমেইল নোটিফিকেশন: সাবমিট করার সাথে সাথে ইমেইলে নোটিফিকেশন চলে যায়, সেট আপ করাও সহজ
  • পেমেন্ট গেটওয়ে সাপোর্ট: PayPal, Stripe ইত্যাদি কানেক্ট করা যায় সহজেই
  • স্প্যাম প্রোটেকশন: Recaptcha ও Honeypot সিকিউরিটি বিল্ট-ইন

যারা ব্লগ, ইকমার্স বা লিড কালেকশন নিয়ে কাজ করেন, তাদের জন্য এটি খুবই প্রফেশনাল একটা টুল।

Article content

Elementor Forms এর ফিচারসমূহ

  • লাইভ ফর্ম ডিজাইন: আপনি ফ্রন্ট-এন্ড দেখতে দেখতে ডিজাইন এডিট করতে পারবেন
  • স্টাইলিং ফ্লেক্সিবিলিটি: রঙ, টাইপোগ্রাফি, বর্ডার – সবকিছু কাস্টমাইজ করা যায়
  • ইন্টিগ্রেশন: Mailchimp, ActiveCampaign সহ নানা মার্কেটিং টুলের সাথে কানেক্ট করা যায়
  • Pop-up ও Landing Page এর সহজেই কানেক্ট করা যায়
  • নিজেস্ব SMPT সার্ভার রয়েছে

যারা Elementor দিয়ে পুরো সাইট ডিজাইন করেন, তাদের জন্য এটি All-in-One সমাধান।

Article content

Minhazul Asif, Founder at CodemanBD

Share the Post:

Related Posts