যারা ভিডিও এডিটিং-এ দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে চান, কিংবা ইউটিউব চ্যানেল খুলে কনটেন্ট তৈরী করে ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা কোর্সটি করতে পারেন।
এই কোর্সে আপনাদের শিখানো হবে ভিডিও এডিটিং এর জন্য বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সফটওয়ার এডোবি প্রিমিয়ার প্রো এর বেসিক থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্সড টুলসের প্রোজেক্টভিত্তিক ব্যবহার। যা শিখার মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন একযন এক্সপার্ট ভিডিও এডিটর।
কোর্সটিতে টেক্সট এনিমেশন, স্লো মোশন, ভিডিও রিভার্সিং, অডিও এডিটিং, কালার গ্রেডিং, গ্রিন স্ক্রিন এডিটিং সহ Video Editing এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক শেখানো হবে একজন এক্সপার্ট ইন্সট্রাক্টরের মাধ্যমে। এছাড়াও ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে, চ্যানেল কাস্টমাইজ, ভিডিও এস ই ও, ভিডিও আপলোড, কপিরাইট স্ট্রাইক রিমুভ সহ বিস্তারিত।