...
  • 00Days
  • 00Hours
  • 00Minutes
  • 00Seconds

SAVE 20% USE:

SEO স্প্যাম কি? SEO স্প্যাম কি কি ধরনের? ওয়েবসাইট SEO স্প্যাম REMOVAL কিভাবে করতে হয়?

SEO স্প্যাম কি? SEO স্প্যাম কি কি ধরনের? ওয়েবসাইট SEO স্প্যাম REMOVAL কিভাবে করতে হয়?

SEO স্প্যাম কি?


এসইও স্প্যাম, যা spam indexing নামেও পরিচিত, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের রং করা পেইজগুলোতে এসইও স্প্যাম এর মাধ্যমে রেঙ্ক নষ্ট করার জন্য ব্যবহার হয়।
এটি একটি Black hat এসইও কৌশল। হ্যাকাররা এটিকে Revenue তৈরি করতে ব্যবহার করে কিন্তু প্রক্রিয়ায়, তারা স্প্যাম করে এবং আপনার ওয়েবসাইট ধ্বংস করে। গুগোল ওয়েবসাইটটিকে এসইওর স্পেলিং এর জন্য ব্ল্যাকলিস্টে ফেলে দেয়।

 

ওয়েবসাইট SEO স্প্যাম হলে কি হয়?

 

ওয়েবসাইট SEO ব্ল্যাকলিস্ট হল ওয়েবসাইটগুলির একটি তালিকা যেগুলি মালিশিয়াস বা সন্দেহজনক আচরণে লিপ্ত হয়েছে এবং একটি সার্চ ইঞ্জিন, হোস্টিং প্রদানকারী, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম প্রদানকারী বা অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা বিপজ্জনক বলে বিবেচিত হয়েছে৷

এবং গুগল বা বিভিন্ন এন্টিভাইরাস প্রোগ্রাম এই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করলে এরকম কিছু মেসেজ দেখায়:
“The site ahead contains malware” or “Deceptive site ahead,”

 

 

ওয়েবসাইট SEO স্প্যাম কি কি ধরনের?

 


● Spammy Keyword Insertion:

একটি ওয়েবসাইটের বিভিন্ন পেজ যখন গুগলের সার্চ ব্যাংকে আসে তখন প্রচুর পরিমাণ ট্রাফিক ওয়েবসাইটটি পেয়ে থাকে। আর জনপ্রিয় এই সমস্ত ওয়েবসাইটে Spamy কিওয়ার্ড পুশ করার মাধ্যমে হ্যাকাররা তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুগলের এগিয়ে নিয়ে আসে।

● Spam Link Injection:

ওয়েব সাইটের ব্যাকলিংক এর জন্য বিভিন্ন ধরনের স্ক্যামাররা বিভিন্ন ধরনের SEO Spamming করে থাকে। এরমধ্যে Pharma SEO Spam অন্যতম।


● Creating Spam Pages:

অনেক সময় ওয়েবসাইটের এক্সেস পাওয়ার পর বিভিন্ন ধরনের আনইউজুয়াল পেইজ তৈরি করে স্প্যামাররা এবং সেখানে তাদের seo spamming এর মাধ্যমে ওয়েবসাইটের লিংক ব্যবহার করে তাদের Spam প্রোডাক্ট গুগলের এ Rank এ নিয়ে আসার চেষ্টা করে।


● Display Spam Ads And Banners:

হ্যাকাররা যখন একটা ওয়েবসাইটের এক্সপ্রেস পেয়ে থাকে, সে ওয়েবসাইটে হেডার, ফুটার, সাইডবার এবং বিভিন্ন জায়গায় তারা তাদের Spamy প্রোডাক্ট অথবা ফার্মা প্রোডাক্ট এর বিভিন্ন ব্যানার অথবা কল টু অ্যাকশন বাটনের মাধ্যমে ওই ওয়েবসাইট থেকে ট্রাফিক তাদের প্রোডাক্ট এ নিয়ে যায়।


● Spam Emails:

এছাড়াও কোন একটি ওয়েবসাইটের এক্সেস পেলে সেই ওয়েবসাইটের ওয়েবমেইল ব্যবহার করে বিভিন্ন ধরনের Spam ইমেইল বিভিন্ন মানুষের কাছে পাঠাতে থাকে।

 

Pharma অথবা Viagra hack এসইও স্প্যাম কি?

 


আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি যে সমস্ত ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট keyword লিখে google এ সার্চ করলে ওয়েবসাইটের অরিজিনাল কন্টেন বাদে বিভিন্ন ধরনের ফার্মাসিটিক্যালস ড্রাগস অথবা ভায়াগ্রা এর meta টাইটেল এবং ডিসক্রিপশন দেখা যায়। এই ব্যাপারটিকে pharma hack বলা হয়। হ্যাক হওয়া 62 পার্সেন্ট ওয়েবসাইটের মধ্যে ফার্মা হ্যাক দেখা যায়।

কোন হ্যাকার ওয়েবসাইটে এক্সেস পেলে সাধারণত স্পেন কনটেন্ট আপলোড এর মাধ্যমে এই ফার্মা হ্যাক SEO Spamming করে থাকে।

 

Example : Buy Viagra

 

 

Example : Buy Cialis

 

 

গুগোল SEO স্প্যাম REMOVAL PROCESS (Full Site):

 

Google যদি পুরো ওয়েবসাইট ব্ল্যাকলিস্ট করে দেয় তাহলে ওয়েবসাইটের ম্যালওয়ার গুলো ক্লিন করার পর ওয়েবসাইটকে গুগলের Search Console থেকে রিমুভাল রিকুয়েস্ট দিতে হবে।

 

পরবর্তীতে গুগোল আমার ওয়েবসাইটটি রিভিউ করে যদি কোনো ম্যালিশিয়াস কনটেন্ট SEO Spamming না পায় তাহলে আমার ওয়েবসাইটে ঠিক করে দিবে।

● সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে: https://youtu.be/oNbYdy_4XG4

 

ওয়েবসাইট SEO স্প্যাম REMOVAL (For Multiple Pages):


গুগোল এ site:domain.com দিয়ে সার্চ করার পর যতগুলো পেজ গুগলে ইনডেক্স অবস্থায় পাওয়া যাবে প্রতিটি পেইজকে চেক করতে হবে। যদি প্রতিটি পেইজে SEO Spamming দেখা যায় তাহলে এসইও Spamming Malicious কোড গুলো ডিলিট করে দিতে হবে। এক্ষেত্রে আমরা যে কোন একটি ওয়ার্ডপ্রেস স্ক্যানার প্লাগিন ব্যবহার করতে পারি যা আমাকে বলে দিবে কোন ফাইলে Malicious code রয়েছে। Malicious কোড রিমুভ করে দেওয়ার পর আমার ওয়েবসাইট যখন সম্পূর্ণ সিকিউর হবে আমাকে গুগলে প্রতিটি পেইজকে রিমুভাল রিকুয়েস্ট দিতে হবে। (Google Search Colsole)

 


এছাড়াও আমরা গুগোল বাল্ক রিমুভাল chrome-extension এর মাধ্যমেও খুব সহজে অনেকগুলো পেইজকে একসাথে গুগোল Search Console এ রিমুভাল রিকোয়েস্ট দিতে পারি।

> Use Linkclump Chrome Extension to get all affected links

 

Then put the links to an excel sheet and save that as CSV(MS-DOS) format

● getastra SEO Spam Scanner


https://www.getastra.com/seo-spam-scanner

You can get report about seo spam for your website.

 

 

● Google Safe Browsing

https://transparencyreport.google.com/safe-browsing/search

> It will give you report about safe browsing for your website.

 

● Premium Malware Cleaner


আমি আগের একটি ব্লগে ওয়েবসাইটে ম্যানুয়ালি ম্যালওয়ার রিমুভাল প্রসেস দেখিয়েছি। ওয়েবসাইটে ম্যানুয়ালি রিমুভ করার জন্য আগে ম্যালওয়ার গুলোকে চিনতে হবে তারপর রিমুভ করতে হবে।

যদি মেনুয়ালি রিমুভাল করা সম্ভব না হয় তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্রিমিয়াম সিকিউরিটি প্লাগিন এর মাধ্যমে ম্যালওয়ার রিমুভ করতে পারি।

● Wordfence
● Sucuri
● Malcare
● Astra Security

 

● কিভাবে একটি ওয়েবসাইটকে SEO Spam থেকে রক্ষা করা যায়?


● Run updates
● Scan website regularly
● Create strong passwords
● Use a powerful firewall

 

Read more blogs on ethical hacking from here.

Thanks
Minhazul Asif

Share the Post:

Related Posts