মিনহাজুল আসিফ, কোডম্যানবিডি এর প্রতিষ্টাতা। গত ১০ বছর ধরে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর এ আপওয়ারর্ক, ফাইভার এবং পিপল পার আওয়ার এ ফ্রীলান্সিং করে মাসে ২৫০০ থেকে ৩০০০ ডলার ইনকাম করছেন।
তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে মার্কেটপ্লেস এ কাজ করছেন ও ওয়েব ব্যাটেলিয়ন এজেন্সী পরিচালনা করছেন।
এই পর্যন্ত তিনি ফ্রীলান্সিং করে ১০০,০০০+ ডলার ইনকাম করেছেন, ১২৫ টি দেশের ১০০০+ ক্লায়েন্ট এর ১২০০+ টি প্রোজেক্ট কমপ্লিট করেন। এই পর্যন্ত তিনি ১০,০০০+ স্টুডেন্টস কে ট্রেনিং দিয়েছেন এবং তারা মার্কেটপ্লেস এ ১০ মিলিয়ন ডলার এর উপর ইনকাম করেছে।
তার কোর্সগুলো হচ্ছেঃ
এ. বি রবিন গত ৭ বছর ধরে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স নিয়ে কাজ করে, fiverr ও Upwork মার্কেটপ্লেস এ ২৮০+ কাজ কমপ্লিট করে ১৫,০০০ ডলার এর উপর ইনকাম করেন । গত ৪ বছর ধরে তিনি কোডম্যানবিডি তে সফলতার সাথে মেন্টরিং করে যাচ্ছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
সাইদুল খান, ই-কমার্স ব্যবসা নিয়ে কাজ করছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে খুবই ভালো অবস্থানের পাশাপাশি দুইটি এজেন্সির সাথে স্থায়ী চুক্তির মাধ্যমে তাদের সকল সাইটের মেনটেনেন্স এর জন্য কাজ করে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার এ তিনি একজন লেভেল টু সেলার। সফলতার সাথে তিনি গত ৩ বছর ধরে মেন্টরিং পেশার সাথে জড়িত।
তার কোর্সগুলো হচ্ছেঃ
আলমগীর এইচ কবির গত ৬.৫ বছর ধরে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব-ফ্লো নিয়ে কাজ করে, fiverr এ লেভেল ২ সেলার হিসেবে কাজ করছেন। সফলতার সাথে গত ৪ বছর ধরে তিনি কোডম্যানবিডি তে মেন্টরিং করে যাচ্ছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
আইমান শাফি আমেরিকা বেসড ২ টি ও UK বেসড ১ টি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি এর সাথে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেছেন । এই পর্যন্ত ২০০+ ওয়েব প্রজেক্ট কমপ্লিট করেছেন । এবং পাশাপাশি তিনি আপওয়ার্ক এ টপ রেটেড ফ্রীলান্সার হিসেবে কাজ করছেন এবং গত ২ বছর ধরে তিনি সফলতার সাথে কোডম্যান বিডি তে মেন্টরিং করছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
হাবিবুর রহমান, যিনি কোডম্যানবিডি তে গ্রাফিক এন্ড ব্র্যান্ড ডিজাইনার হিসেবে কাজ করছেন গত ৩ বছর ধরে। পাশাপাশি ওয়েব ব্যাটেলিয়ান এজেন্সিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে খুবই ভালো অবস্থানের পাশাপাশি তিনটি ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে স্থায়ী চুক্তির মাধ্যমে তাদের সকল বিজনেস এর ব্র্যান্ড ডিজাইনার হিসাবে কাজ করছেন। এছাড়াও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তিনি ৫০০+ কাজ কমপ্লিট করেছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
রাহাত আহমেদ একজন স্পেশালিস্ট UI/UX ডিজাইনার। তিনি এখন পর্যন্ত অনেক লোকাল এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন। তিনি বর্তমানে ওয়েব ব্যাটালিয়ন এবং THCO-তে লিড ডিজাইনার হিসেবে কাজ করছেন।
ফাইভার ও আপওয়ার্ক তিনি UI ডিজাইনার হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
রাহিম চৌধুরী, কোডম্যানবিডি তে ওয়েব CMS এক্সপার্ট হিসেবে কাজ করছেন গত ৩ বছর ধরে। ফাইভার ও আপওয়ার্ক মার্কেটপ্লেস এ তিনি ৫০০+ কাজ কমপ্লিট করেছেন ও গত ১ বছর ধরে কোডম্যানবিডি তে সফলতার সাথে মেন্টরিং করে যাচ্ছেন।
এছাড়াও তার নিজস্ব ওয়েব এজেন্সী রয়েছে যেখানে অনেক ওয়েব ডেভেলপার কাজ করছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
সানিন আহমেদ সিফাত গত ৩ বছর ধরে ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এবং তিনি বর্তমানে আপওয়ার্কে ইথিক্যাল হ্যাকিং এর উপর টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে 15 হাজার ডলারের উপরে ইনকাম করেছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
হাদিউজ্জামান, যিনি ২০১৩ সালে ডেভলপার হিসাবে কর্মজীবন শুরু করেন । তিনি .Net Web API Anugal-2, Laravel 4.2 টেকনোলজি নিয়ে কাজ শুরু করেন। এর পরে ২০১৬ এর শেষের দিকে Mamurjor আইটি প্রতিষ্ঠান তৈরী করেন । পি. এইচপি এর উপর ট্রেনিং প্রদান করেন প্রায় ১০০০+ ছাত্রদের, লারাভেল ৫ ভার্সন দিয়ে তার ট্রেনিং শুরু যাত্রা শুরু হয় । তার হাতের তৈরী করা লারাভেল ডেভেলপার কাজ করছে দেশে/বিদেশের বিভিন্ন কোম্পানিতে। ২০১৮ সালে তিনি ট্রেনিং এর পাশাপাশি ডেভেলপমেন্ট সার্ভিস দেওয়া শুরু করেন। তিনি প্রজেক্ট বেসিস সুইডেন, ইসরাইল সহ বাংলাদেশের কিছু এজেন্সি এর সাথে ডেভলপমেন্ট সার্ভিস প্রদান করছেন। বর্তমানে তার টিম একটা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ ভাবে সার্ভিস প্রদান করছেন। এই পর্যন্ত তিনি ও তার টীম পি.এইচ.পি, লারাভেল ও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এর ৮০০ এর উপর প্রজেক্ট কমপ্লিট করেছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
ইমরান খান সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনে (SEO) কয়েক বছরের দক্ষতা সহ একজন এসইও এক্সপার্ট। তিনি সাহায্য করেছেন, এমনকি এখনও অনেক ব্যবসাকে তাদের organic growth, টপ google র্যাঙ্কিং এবং আরও ভাল ROI এর জন্য সাহায্য করছেন৷ তিনি বর্তমানে একজন এসইও এক্সপার্ট হিসেবে ‘কোডম্যানবিডি’-তে নিযুক্ত আছেন। এছাড়াও, তিনি ‘Esoft Arena Ltd’-এ একটি Remote Job করছেন, যেখানে তার দক্ষতার ক্ষেত্রগুলির মধ্যে SEO এবং WordPress অন্তর্ভুক্ত রয়েছে। তিনি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘Pixoq’ নামে বিখ্যাত ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কাজ করেছেন।
তার কোর্সগুলো হচ্ছেঃ
CodemanBD
295/JHA/8-B Sikder Real Estate, Tali Office Road, Rayer Bazar, Dhaka 1209, Bangladesh.
© Copyright 2024 CodemanBD | All right reserved. Designed & Developed By WebBattalion.co